Terms & Conditions (শর্তাবলি)
Yathiqonline.com-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত Terms & Conditions (শর্তাবলি)-এ সম্মতি প্রদান করছেন। অনুগ্রহ করে অর্ডার করার আগে সম্পূর্ণ শর্তাবলি মনোযোগ দিয়ে পড়ুন।
1. General (সাধারণ শর্ত)
- Yathiqonline.com একটি অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম।
- ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য, মূল্য ও অফার যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে।
- আমরা প্রয়োজন অনুযায়ী এই Terms & Conditions আপডেট বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি।
By using this website, you agree to comply with all applicable laws and regulations.
2. Eligibility (ব্যবহারযোগ্যতা)
- এই ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনার বয়স কমপক্ষে 13 বছর হতে হবে।
- 13 বছরের কম বয়সী ব্যবহারকারীর ক্ষেত্রে অভিভাবকের সম্মতি প্রয়োজন।
3. Product Information (পণ্যের তথ্য)
- আমরা পণ্যের ছবি ও বিবরণ যথাসম্ভব সঠিকভাবে প্রদর্শনের চেষ্টা করি।
- আলোর পার্থক্য বা ডিভাইস ভিন্নতার কারণে পণ্যের রঙ বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে।
- Handmade বা locally made পণ্যের ক্ষেত্রে হালকা ভিন্নতা স্বাভাবিক।
4. Pricing & Payment (মূল্য ও পেমেন্ট)
- সকল মূল্য বাংলাদেশি টাকা (BDT)-তে প্রদর্শিত হয়, যদি ভিন্নভাবে উল্লেখ না থাকে।
- পেমেন্ট সম্পন্ন না হলে অর্ডার কনফার্ম হবে না।
- আমরা Cash on Delivery (COD) এবং অন্যান্য অনলাইন পেমেন্ট মেথড গ্রহণ করতে পারি।
Prices are subject to change without prior notice.
5. Order Confirmation & Cancellation (অর্ডার কনফার্মেশন ও বাতিল)
- অর্ডার কনফার্ম হওয়ার পর একটি SMS/Email/Notification পাঠানো হতে পারে।
- অর্ডার প্রসেসিং শুরু হওয়ার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার বাতিল করা যেতে পারে।
- একবার শিপমেন্ট হয়ে গেলে অর্ডার বাতিল করা যাবে না।
6. Delivery Policy (ডেলিভারি নীতি)
- ডেলিভারি সময় অঞ্চল, আবহাওয়া বা অনাকাঙ্ক্ষিত কারণে পরিবর্তিত হতে পারে।
- ভুল ঠিকানা প্রদান করলে ডেলিভারি ব্যর্থ হলে তার দায়ভার গ্রাহকের।
- ডেলিভারি চার্জ অর্ডার অনুযায়ী প্রযোজ্য হবে।
7. Return & Refund (রিটার্ন ও রিফান্ড)
- রিটার্ন ও রিফান্ড সংক্রান্ত সকল শর্ত Refund & Return Policy অনুযায়ী প্রযোজ্য হবে।
- ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত বা ট্যাগবিহীন পণ্য রিটার্নযোগ্য নয় (যদি ভিন্নভাবে উল্লেখ না থাকে)।
Please read our Refund Policy carefully before placing an order.
8. User Responsibilities (ব্যবহারকারীর দায়িত্ব)
- গ্রাহক সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে বাধ্য।
- ওয়েবসাইটের অপব্যবহার, ভুয়া অর্ডার বা প্রতারণামূলক কার্যকলাপ নিষিদ্ধ।
Any misuse may result in account suspension.
9. Intellectual Property (মেধাস্বত্ব)
- Yathiqonline.com-এর সকল কনটেন্ট (লোগো, ছবি, টেক্সট) আমাদের মালিকানাধীন।
- লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পুনঃব্যবহার বা বিতরণ করা যাবে না।
10. Limitation of Liability (দায়বদ্ধতার সীমা)
- প্রাকৃতিক দুর্যোগ, প্রযুক্তিগত ত্রুটি বা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে সৃষ্ট ক্ষতির জন্য Yathiqonline.com দায়ী থাকবে না।
We are not liable for indirect or incidental damages.
11. Governing Law (আইন ও বিচারব্যবস্থা)
- এই Terms & Conditions বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
12. Contact Information (যোগাযোগ)
Terms & Conditions সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
Website: https://yathiqonline.com
Email: yathiq2025@gmail.com
Phone: +880 1705 389023
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি উপরোক্ত সকল শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
Thank you for shopping with Yathiqonline.com 🤍